জীবননগরের উথলীতে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণকালে এমপি টগর
জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী গ্রামের যুব সমাজের আয়োজনে ১৬ দলের নকআউট ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩ টায় উথলী হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থা ও রতিরামপুর ফুটবল একাদশ। খেলার দ্বিতীয়ার্ধে রতিরামপুর ফুটবল একাদশ ২-০ গোলে আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। খেলায় দুটি গোল করে ম্যান অব দ্যা ম্যাচ ও সিরিজ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় বিপ্লব হোসেন। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে প্রাইজমানিসহ ট্রফি তুলে দেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর।
এ সময় তিনি বলেন, মানুষের শারিরীক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা চর্চা করে আমাদের যুব সমাজকে মাদকসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে যুব সমাজকে ভূমিকা রাখতে হবে। উথলী যুব সমাজের উদ্যোগে সুন্দর এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে এলাকার মানুষের সুস্থ বিনোদনের ব্যবস্থা করার জন্য তাদেরকে ধন্যবাদ জানান তিনি। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মির্জা হাবিবুর রহমান লিটন, উথলী সূর্য্য তোরণ ক্লাবের সভাপতি আব্দুল মান্নান পিন্টু, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সুধীম-লী, ইউপি সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। খেলায় ১০ সহস্রাধিক দর্শকের সমাগম ঘটে।
উল্লেখ্য, উথলী গ্রামের যুব সমাজের আয়োজনে গত ২৩ আগস্ট ১৬ দলের নকআউট ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টের প্রতিটি খেলায় হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিকভাবে জয়লাভ করে টুর্নামেন্টের ফাইনালে পেঁৗঁছে আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থা ও রতিরামপুর ফুটবল একাদশ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.