মেহেরপুর অফিস: স্বাস্থ্যবিধি মেনে না চলায় মেহেরপুর শহরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসানের নেতৃত্বে মেহেরপুর শহরের পপি ফার্মেসিতে অভিযান চালিয়ে সেখানে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় এক হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে মেহেরপুর শহরের বিভিন্ন দোকানে এবং রাস্তায় করোনা সচেতনতা বার্তা দেয়া হয় এবং যাদের মুখে মাস্ক ছিলো না তাদেরকে দাঁড় করিয়ে ৫০ টাকার মাস্ক কিনে ছেড়ে দেয়া হয়। একই সাথে অভিযান চালিয়ে গণপরিবহনে মাস্ক নিয়ে চলাচল করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করে দেয়া হয়।