স্বাস্থ্যসেবা দানকারী কোনো প্রতিষ্ঠানের গাফিলতি মেনে নেয়া হবে না

চুয়াডাঙ্গা জেলা ডায়াগনস্টিক মালিক সমিতির অভিষেক অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ডায়াগনস্টিক মালিক সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে শহরের এতিমখানা পাড়ায় স্বাধীনতা হল কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ডায়াগনস্টিক মালিক সমিতির প্রধান উপদেষ্টা ডা. জিন্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা চাই সরকারের নিয়ম নীতিমালা মেনে এই নবনির্বাচিত কমিটি চুয়াডাঙ্গা জেলার মানুষের স্বাস্থ্যসেবার মানকে ত্বরাম্বিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাধে কাঁধ মিলিয়ে কাজ করবে। পাশাপাশি তিনি সবাইকে সাবধান করে বলতে চান, আগামী দিনে সাধারণ মানুষের কোনো প্রকার হয়রানি মেনে নেয়া হবে না। কোনো প্রতিষ্ঠানে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এমনকি সেই প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়া হবে বলে জানিয়ে নবগঠিত কমিটির সকল সদস্যের উদ্দেশ্যে সিভিল সার্জন আরও বলেন, আপনারা সকলে নিয়মনীতি মেনে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করবেন। অন্যরাও যেনো মেনে চলে সে বিষয়েও কমিটির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা রাখছি। চুয়াডাঙ্গা জেলা ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি কামরুজ্জামান চাঁদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাতেহ্ আকরাম দোলন, সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. আবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শক আলামিন কবির, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন। অভিষেক উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডা. নুর আলম আকাশ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি সাংবাদিক কামরুজ্জামান চাঁদ ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম মিঠু। এরপর শুরু হয় অতিথিসহ নবগঠিত কমিটির সদস্যদের পরিচয়পর্ব। পরে মধ্যাহ্নভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। চুয়াডাঙ্গা জেলা ডায়াগনস্টিক মালিক সমিতির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি কামরুজ্জামান চাঁদ, সহ-সভাপতি আজগার আলী, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ঝন্টু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম রেজা, কোষাধ্যক্ষ হাসিবুল হক শান্ত, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক শিমুল হোসেন, কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন, এজাজ আহমেদ সুমন, সাজ্জাদুর রহমান বুলু, রেজাউল করিম মুকুল। এছাড়াও নবগঠিত এ কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ডা. জিন্নাতুল আরা, উপদেষ্টা ডা. আবুল হোসেন, ডা. নুর আলম আকাশ, আব্দুর রহমান ও আনারুল ইসলাম। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদরসহ জীবননগর, দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের মালিক অংশ নেন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More