স্বাধীনতা স্মৃতি পদক পেলেন দামুড়হুদা উপজেলা বিএনপি সভাপতি মনিরুজ্জামান

স্টাফ রিপোর্টার: সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় স্বাধীনতা স্মৃতি পদকে ভূষিত হয়েছেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। গতকাল শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরস্থ থ্রি স্টার হোটেল অরনেটে সার্ক কালচারাল ফোরাম আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে তাকে ওই সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম.নাজিম উদ্দিন আল-আজাদ। সাংগঠনিক কার্যক্রমে দক্ষতা ও সমাজে নির্যাতিত সুবিধাবঞ্চিত নিপীড়িত অধিকার বঞ্চিতদের অধিকার ও মানব সেবায় বিশেষ অবদানের জন্য তাকে ওই সম্মাননা প্রদান করা হয়। সার্ক কালচারাল ফোরামের সভাপতি এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপিকা ড. হামিদা খানম। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, নতুনধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সাদী উজ জামান প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.