স্বচ্ছতার সাথে ওষুধ ব্যবসা করার আহ্বান ড্রাগ সুপারের
দামুড়হুদায় কেমিস্ট্স অ্যান্ড ড্রাগিস্ট্স সমিতির সভা
দামুড়হুদা অফিস: দামুড়হুদায় বাংলাদেশ কেমিস্ট্স অ্যান্ড ড্রাগিস্ট্স সমিতি দামুড়হুদা উপজেলা শাখার বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা অডিটোরিয়াম হলরুমে ওই সাধারণসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কেমিস্ট্স এন্ড ড্রাগিস্ট্স সমিতি দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি আ.স.ম দুদু ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক (ড্রাগ সুপার) কেএম মহসীনিন মাহবুব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা কোন ওষুধের ওভার রেট করবেন না। আবার আন্ডার রেটও করবেন না। সততার সাথে ব্যবসা করবেন। খেয়াল রাখবেন কোনভাবেই যেন মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা না হয়। মেয়াদ উত্তীর্ণ কোন ওষুধ থাকলে তা আলাদাস্থানে রাখবেন। ফেরত দিবেন। বাংলাদেশ কেমিস্ট্স অ্যান্ড ড্রাগিস্ট্স সমিতি দামুড়হুদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চুর সঞ্চালনায় ও সিনিয়র সহ-সভাপতি আসাদুল আলম শাহীনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্ট্স অ্যান্ড ড্রাগিস্ট্স সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আবু সাহেদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান। এছাড়াও আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা সদর, জীবননগর ও দর্শনা থানার নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আ.স.ম দুদু ইসলামকে সভাপতি, মাহবুবুর রহমান বাচ্চুকে সাধারণ সম্পাদক ও আসাদুল আলম শাহীনকে সিনিয়র সহসভাপতি করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সভায় উপজেলার সকল ওষুধ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন মাকসুদুর রহমান রতন, ইসমাইল হোসেন, শহিদুল ইসলাম ও নওশাদুল ইসলাম।