স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের তথ্যসমৃদ্ধ স্মার্ট হওয়ার আহ্বান

আলমডাঙ্গার দুটি ও জীবননগরে ৫টি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকার পর্যায়ের জনপ্রতিনিধিদের সকল প্রকার তথ্য সমৃদ্ধ স্মার্ট হওয়ার তাগিদ দিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেছেন, দলীয় কিম্বা স্বতন্ত্রভাসে প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচিত হওয়ার পর তিনি সকলের জনপ্রতিনিধি হন। ফলে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সংশ্লিষ্ট সর্বসাধারণের প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে সুন্দর সমাজ গঠনে অগ্রণী অবদান রাখতে পারলেই জনপ্রতিনিধি হওয়ার স্বার্থকতা হবে।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দুটি ও জীবননগর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানোর পূর্বে আলোচনাসভায় প্রধান অতিথির বত্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান আরও বলেন, নির্বাচিত হওয়ার পর চেয়ারম্যান হিসেবে আজ যারা শপথ নিচ্ছেন তারা শপথ গ্রহণের পর সরকারের অংশ হিসেবে স্থানীয় সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। ইউপি চেয়ারম্যানের অনেক দায়িত্ব রয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যেমন জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখতে হয়, তেমনই যে কোন দুর্ঘটনা, দুর্যোগে দ্রুত প্রাথমিক পদক্ষেপ নিতে হয়। গত ১৬ মার্চের নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে অনেকেই রয়েছেন দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন। নতুন এবং পুনঃনির্বাচিত সকলকেই পরিষদের সকলকে সাথে নিয়ে দক্ষতার সাথে স্বচ্ছ্বভাবে আলোচনাসভার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করতে পারলে ইউনিয়নবাসী উপকৃত হবে। এ জন্য অবশ্যই স্থানীয় সরকার জনপ্রতিনিধি আইন জানতে হবে। আইন অবশ্যই সুন্দর সমাজ গঠনে সহায়ক।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শপথ গ্রহণপূর্ব আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আরাফাত রহমান, জাতীয় গোয়েন্দা সংস্থা চুয়াডাঙ্গার উপ পরিচালক ইয়াসিন সোহাইন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক সরদার আল আমিন। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার শেখ মো. রাসেলের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলার নবাগত নির্বাচন অফিসার। পুনঃনির্বাচিত চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন জীবননগরের মনোহরপুর ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন খান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী কবীর আহম্মেদ ও পবিত্র গীতা থেকে পাঠ করেন বাবু সুনীল ম-ল।

স্থানীয় সুধি সাংবাদিকদের উপস্থিতিতে গতকাল সকাল ১০টায় আলোচনা পর্বের পর শপথ গ্রহণ করেন আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউপি চেয়ারম্যান মো. এজাজ ইমতিয়াজ, আইলহাস ইউপি চেয়ারম্যান মোহা. মিনাজ উদ্দীন বিশ্বাস, জীবননগরের বাঁকা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের প্রধান, হাসাদহ ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, রায়পুর ইউপি চেয়ারম্যান মো. তাহাজ্জত হোসেন, মনোহরপুর ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন খান ও কেডিকে ইউপি চেয়ারম্যান মো. খায়রুল বাশার। একইদিন উথলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নানেরও শপথ নেয়ার কথা ছিলো। তিনি অনিবার্য কারণ বশত শপথ নিতে পারেননি বলে বলে জানা গেছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে সুবিধাজনক দিনক্ষণে তিনিও শপথ নেবেন। গতকাল শপথ বাক্য পাঠ করান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। শপথ পাঠক করানোর পর সকলকে জেলা প্রশাসনের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More