স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গায় সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করেন।
মানববন্ধনে সুজন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক মাহবুল ইসলাম সেলিম , সদস্য অধ্যাপক এসএম ই¯্রাফিল, উদীচীর সভাপতি অ্যাড. নওশের আলী ও মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকারসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সুজন সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান বলেন, আমরা বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলি। এটা বাংলাদেশের ঐতিহ্য। এদেশে হিন্দু, মুসলমান, খ্রীস্ট্রান ও বৌদ্ধ ধর্মের মানুষেরা বাস করছে। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা ঘটেছে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মানববন্ধন কর্মসূচি পালন করা হলো
পূর্ববর্তী পোস্ট
চলতি মৌসুম থেকেই শতভাগ ভাটায় ইট তৈরিতে কয়লার ব্যবহার করার প্রত্যয়
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ