সাংবাদিক শাহ আলম সনির পুত্র জান্নাত অগ্রণী ব্যাংকের অফিসার (জেনারেল) পদে চূড়ান্তভাবে নির্বাচিত

স্টাফ রিপোর্টার: প্রথম আলোর প্রতিনিধি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক শাহ আলম সনি ও রাহিমা রমা দম্পতির প্রথম সন্তান মাহমুদ আল জান্নাত অগ্রণী ব্যাংক পিএলসিতে অফিসার (জেনারেল) পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। ব্যাংকার্স সিলেকশন কমিটি গতকাল বুধবার সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের ‘অফিসার (জেনারেল)’ পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। চুয়াডাঙ্গার মুক্তিপাড়ার শুভ তারা চাইল্ড হোমে মাহমুদ আল জান্নাতের শিক্ষা জীবন শুরু হয়। এরপর প্রদীপন বিদ্যাপীঠে পড়াশোনা করেন। ২০১৪ সালে ভিক্টোরিয়া জুবিলি (ভি.জে) সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৬ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে কৃতীত্বের সাথে পাস করেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফুড অ্যান্ড নিউট্রিশনে অনার্স এবং ফুড মাইক্রোলজীতে মাস্টার্স পাস করার পর চট্রগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে পিজিটি সম্পন্ন করেন। বর্তমানে তিনি চুয়াডাঙ্গার কেয়ার এন্ড কিউর মেডিকেল সার্ভিসেস-এ পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছেন। সাংবাদিকপুত্র মাহমুদ আল জান্নাতের এই সাফল্যে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি ও সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক-প্রকাশক বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি সরদার আল আমিন, দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক -প্রকাশক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালিতা, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাবেক সভাপতি নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম এবং দৈনিক আকাশ খবরের সম্পাদক-প্রকাশক জান্নাতুল আওলিয়া নিশিসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা অভিনন্দন জানিয়েছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More