আলমডাঙ্গার জেহালায় যুবলীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধনকালে নঈম জোয়ার্দ্দার
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে যুবলীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরোনোদের নতুন করে নবায়নের ফরম বিতরণের আনুষ্ঠনিক উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে জেহালা ইউনিয়ন কার্যালয়ে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, গত জাতীয় নির্বাচনে নৌকা প্রতীককে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য চুয়াডাঙ্গা-১ নির্বাচনি এলাকার ভোটারদের জানায় মুজিবীয় শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। এ সময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়ন করেছেন তা সারা বিশ্বে রোল মডেল হয়ে থাকবে; আওয়ামী লীগ সরকার গঠন করার পর দেশের প্রতিটি জেলায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, বিদ্যুৎ, মডেল মসজিদ, যোগাযোগ ব্যবস্থার জন্য রাস্তা, কালভার্ট সেতু, মেট্রোরেল, ওভারব্রিজ টার্নেলসহ বিভিন্ন ভাতা, বিনামূল্যে বই ও ওষুধ বিতরণ করছে, যা বাংলার ইতিহাসে কোনো সরকার করেনি। আওয়ামী লীগ সরকার এখন স্মার্ট বাংলাদেশ গড়ার দ্বারপ্রান্তে। এছাড়া তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দিকনিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষ সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতি ছিলেন জেহালা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান শিলন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের আহবায়ক সামসুজ্জোহা মল্লিক হাসু, জেলা যুবলীগের সদস্য আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, শাহি, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের সদস্য সালাউদ্দিন ম-ল, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি বিপ্লব আলী, জেহালা ইউনিয়ন যুবলীগের যুগ্মআহবায়ক আনারুল ইসলাম, মজিবুল, সদস্য আলামিন, রিকু, সবুজ, রানা, শুভ, তোহিদ, মিলন রিয়নসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.