সম্মেলন প্রস্তুত কমিটির প্রস্তুতি নিতেই কেটে গেছে ৯৬৬ দিন

চুয়াডাঙ্গার বেগমপুর ও নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগ

নজরুল ইসলাম:

চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২৯ মার্চ। সদর উপজেলার ৮টি ইউনিয়নের কমিটি গঠন সম্পন্ন হলেও বেগমপুর ও নেহালপুর ইউনিয়ন আ.লীগের সম্মেলন প্রস্তুত কমিটি এখনঅবধি গঠন করতে পারেনি তাদের কমিটি। ফলে ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটির প্রস্তুতি নিতেই কেটে গেছে ৯৬৬ দিন। উপজেলা সম্মেলনের আগে এ দু’টি ইউনিয়নের সম্মেলন করা সম্ভব হবে কি-না তার সুনির্দিষ্ট করে বলতে পারছে না উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী বৃহত্তর রাজনৈতিক সংগঠন। তাই দলে নেতার সংখ্যাও বেশি। তার ওপর বর্তমানে দলটি রয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায়। কেউ ক্ষমতায় যেতে আবার কেউ ক্ষমতা ধরে রাখতে মরিয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং সাংগাঠনিক ভীত মজবুত করতে দেশব্যাপী মেয়াদোত্তীর্ণ ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে দলটি। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার সম্মেলন ২৯ মার্চ। এরই মধ্যে উপজেলার ৮টি ইউনিয়নের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত ১৭ জুলাই ২০১৯ সালে জামাল উদ্দীনকে আহ্বায়ক, আব্বাস আলী ও ওমর আলীকে যুগ্ম-আহ্বায়ক করে বেগমপুর ও মোবারক আলীকে আহ্বায়ক হামিদুল্লাহকে যুগ্ম-আহ্বায়ক করে নেহালপুর ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করে দেয় সদর উপজেলা কমিটি। আ.লীগের দলীয় নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, ৯০ দিনের মধ্যে ইউনিয়ন সম্মেলন সম্পূর্ণ করার নির্দেশনা থাকলেও তা করতে পারেনি সম্মেলন প্রস্তুত কমিটি। সম্মেলন প্রস্তুত কমিটির প্রস্তুতি নিতেই কেটে গেছে ৯৬৬ দিন! আবার অনেক নেতাকর্মী বলেন, করোনাকালীন সময়ে অনেক বিষয়ে বিধিনিষেধ ছিলো। তাই সম্মেলন করতে পারেনি কমিটি। তবে একাধিক সূত্রজানিয়েছে, বেগমপুর ও নেহালপুর ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটি বিভিন্ন মতাদর্শের হওয়া এবং পছন্দের লোকটিকে ওয়ার্ড কমিটিতে অর্ন্তভুক্তি করতে গিয়ে বিপরীতমুখী সিদ্ধান্ত দিয়েছেন আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়কেরা। যার কারনে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে, বেড়েছে তিক্ততা। এ ব্যাপারে সদর উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান নান্নু বলেন, বেগমপুর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড কমিটি গঠন বাকি ছিলো। সেগুলো দ্রুত শেষ করতে বলা হয়েছে। সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন বলেন, বৃহত্তর সংগঠনে নেতাকর্মী বেশি। তাই প্রত্যাশাও অনেক। উপজেলা সম্মেলনের আগে বেগমপুর ও নেহালপুর ইউনিয়ন কমিটি হবে কি না এখনই বলা সম্ভব হচ্ছে না। বেগমপুর ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক জামাল উদ্দীন বলেন, ওয়ার্ড কমিটি গঠন শনিবার শেষ করেছি। উপজেলা নেতৃবৃন্দ দিন দিলেই সম্মেলন শেষ করতে পারবো। নেহালপুর ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম-আহ্বায়ক হামিদুল্লাহ বলেন, করোনার কারণে সম্মেলন করা সম্ভব হয়নি। আশা করছি তাড়াতাড়ি শেষ হবে।

ডেস্ক/ইউএম/এনআই/০৪৫৮

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More