কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ১নং ওয়ার্ডের দুই প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন। গত বৃহস্পতিবার কার্পাসডাঙ্গা ইউপির নির্বাচন হয়। সমানসংখ্যক ভোট পাওয়ায় ফলাফল ঘোষণা করেনি উপজেলা নির্বাচন কার্যালয়। এ কারণে পুনরায় ওই দুই প্রার্থীর অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচনে ১নং ওয়ার্ডের প্রার্থী মো. আনারুল হক মোরগ প্রতীক নিয়ে দুটি ভোট কেন্দ্রে সর্বমোট ৯৯৮ ভোট পান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল প্রতীকের আলমগীর হোসেনও দুটি ভোট কেন্দ্রে ৯৯৮ ভোট পান। নির্বাচনী আইন অনুযায়ী সমপরিমাণে ভোট পাওয়া ওই দুই প্রার্থীর মধ্যে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবিষয়ে উপজেলা রিটার্নিং অফিসার ইসহাকের কাছে জানতে চাইলে তিনি জানান, দুই প্রার্থীর সমান ভোট পাওয়ায় আবারও ওই ওয়ার্ডে ভোট হবে। এ বিষয়ে ওপরে চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। মোরগ প্রতীকের প্রার্থী মো. আনারুল হকের কাছে জানতে চাইলে তিনি জানান, ভোট সমান হওয়ায় যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। এ বিষয়ে টিউবওয়েল প্রতীকের আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, আবার যদি নির্বাচন যদি হয় তাহলে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। এদিকে দুই প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থীর সমান সংখ্যক ভোট হওয়াতে এলাকার সকল স্থানে আলোচনা হচ্ছে। সাধারন মানুষ বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করছে। যা কার্পাসডাঙ্গা জুড়ে আলােচনার মধ্যদিয়ে এ বিষয়টি টক অফ দা কার্পাসডাঙ্গায় এ পরিণত হয়েছে।
উল্লেখ্য ১১ই নভেম্বর কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচনে ১নং ওয়ার্ডে সদস্য পদে ৮জন প্রতিদ্বন্দ্বী করেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ