চুয়াডাঙ্গা কাঁচামাল আড়ৎ মালিক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ও আলোচনাসভা সম্পন্ন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কাঁচামাল আড়ৎ সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেকে প্রধান অতিথির বক্তব্যে জেলা চেম্বার সভাপতি ইয়াকুব হোসেন মালিক বলেছেন, ‘সকল বৈধ ব্যবসা যেমন সমান, তেমনই সকল ব্যবসাদারও সমমর্যদার। সুষ্ঠুভাবে ব্যবসা করার পরিবেশ চুয়াডাঙ্গার সকল ব্যবসায়ী প্রত্যাশা করে। ব্যবসার পরিবেশ কোনো কারণে বিঘিœত হলে বিগত দিনেও যেমন ব্যবসায়ীরা সকলে এককাতারে দাঁড়িয়ে পরিবেশ ফিরিয়েছেন, বর্তমানে এবং আগামী দিনেও একইভাবে সকলে সম্মিলিতভাবেই সে পরিবেশ অক্ষুন্ন রাখবে।’
গতকাল সোমবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা নিচের বাজারে কাঁচামাল আড়ৎ পট্টিতে অনুষ্ঠিত অভিষেক ও আলোচনাসভায় সভাপতিত্ব করেন নব-নির্বাচিত সভাপতি শাহ আলম। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মাফির প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত সভার শুরুতে বিগত দিনে ব্যবসায়ীদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের এবং ব্যবসায়ী নেতাদের মধ্যে যারা চিরবিদায় নিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে কোরআন থেকে তেলাওয়াত করেন নিচের বাজার জামে মসজিদের পেশ ইমাম। আয়োজনের প্রধান অতিথি ইয়াকুব হোসেন মালিক বক্তব্যে আরো বলেন, সকল বিধি বিধান মেনেই ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করতে চান। পরিস্থিতিগত কারণে কখনো কখনো ত্রুটি বিচ্যুতি হয়। সকলকে এ বিষয়ে যেমন সর্তক হতে হবে, তেমনই নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সকল ব্যবসায়ীর পাশে থেকে স্বচ্ছতার সাথে সংগঠন পরিচালনা করতে হবে। বহু সংগঠন গড়ে। নানা অনিয়ম ও অস্বচ্ছ্বতার কারণে বিলুপ্ত হয়। চুয়াডাঙ্গা কাঁচামাল আড়ৎ মালিক সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দ স্বচ্ছ্বতার সাথে কর্মকা- তথা সবকিছু পরিচালনা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলেই আমাদের বিশ্বাস। তাছাড়া চুয়াডাঙ্গা চেম্বার সকল ব্যবসায়ীর সাথে বিগত দিনেও ছিলো এখনও আছে, আগামীতেও থাকবে। আমি যতদিন বেঁচে আছি অন্তত ততদিন ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কাজ করে যাবো ইনশাল্লাহ।’
অভিষেক ও আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের জগলু, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, দোকান মালিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দীন চান্নু, চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি শাহ আলম সনি। বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করে বলেন, আড়ৎ মালিক সমিতির নব নির্বাচিত কমিটির সাথে মিলেমিশেই আমরা কাজ করতে চাই। কেনো না, আমাদের উদ্দেশ্য অভিন্ন, তা হলো সুষ্ঠুভাবে ব্যবসা করার পরিবেশ অক্ষুন্ন রাখা।
প্রসঙ্গত: সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ ফুজু কাঠালের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি। নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্যান্য পদে যারা রয়েছেন তারা হলেন, সহ-সভাপতি ৩ জন যথাক্রমে রেজউল করিম বিপ্লব, মিল্টন আহমেদ, বাবুল মিয়া, যুগ্ম সাধারণ-সম্পাদক আব্দুল বাতেন ও শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মামুন খান, কোষাধ্যক্ষ আরিফ হোসেন, দপ্তর সম্পাদক মহাসিন মিয়া, প্রচার সম্পাদক রেজউল হক রিজু, ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুম মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, কার্যকর সদস্য যথাক্রমে খাইরুল ইসলাম, কাওছার হোসেন, খোকন মিয়া, আব্দুল আলিম, মো. সেলিম, রফিকুল ইসলাম ও আমজাল হোসেন। সম্প্রতি সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।