নির্বাচন পরবর্তী কুশল বিনিময়কালে এমপি আলী আজগার টগর
দর্শনা অফিস/কুড়–লগাছি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর ৪র্থ বারের মতো নির্বাচিত হয়েছেন। নির্বাচনের পর থেকে নির্বাচনি এলাকার নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় অব্যাহত রেখেছেন। গতকাল বুধবার দিনভর কুড়–লগাছি ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গিয়েছেন তিনি। করেছেন শুভেচ্ছা ও কুশল বিনিময়। বেশ কয়েকজন অসুস্থ নেতাকর্মীর সাথে দেখা করে সার্বিক খোঁজ-খবর নিয়েছেন। সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়কালে এমপি আলী আজগার টগর বলেন, আপনারা আমাকে যে কতো বেশি ভালবাসেন তার প্রমাণ দিয়েছেন পরপর ৪ বারের জাতীয় সংসদ নির্বাচনে গোপন ব্যালোটের মাধ্যমে। আপনাদের ঋণ শোধ করার সাধ্য আমার নেই। তবে বিগতদিনে যেমনভাবে আপনাদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন কাজ করেছি, আগামীতে সেভাবেই করতে চাই। সকলে মনে রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী। যে কারণে দেশ আজ উন্নয়নের স্বর্ণ শিকরে। এ সময় এমপি টগরের সাথে ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.