ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে রেখা রানী পাল (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মলমলি গ্রামের খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রেখা রানী পাল একই গ্রামের মৃত শশধর ম-লের স্ত্রী।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, রেখা রানী পাল সোমবার সকাল ১১টার দিকে কেষ্টপুর গ্রামের ভাইয়ের বাড়ি থেকে জমি লিজ দেয়া টাকা নিয়ে গ্রামে ফেরার উদ্দেশে রওনা দেন। সারাদিন বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন খুঁজতে শুরু করে। পরে রাত ৮টার দিকে মলমলি গ্রামের খালের ধারে রেখা রানীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের ছেলে অপূর্ব কুমার জানান, তিনি পার্শ্ববর্তী উমেদপুর ইউনিয়নের হালসাদাড়ি গ্রামে যান জমি লিজের টাকা আনতে। লিজের ১১ হাজার টাকা নিয়ে তার মা বিকেলের দিকে বাড়ি উদ্দেশ্যে রওনা দেন। হয়তো টাকার জন্য ছিনতাইকারীরা তার মাকে হত্যা করে থাকতে পারে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ