শেখ হাসিনাকে রুখে দিয়েছি আর এই তিন টাকার কমিটি রুখে দেয়া কঠিন কিছু নয়
গাংনীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিনের আলোচনা সভায় মাসুদ অরুন
গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রতি হুশিয়ারী করে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুন বলেছেন, আমরা শেখ হাসিনাকে রুখে দিয়েছি। আর তিন টাকার কমিটি রুখে দেয়া কঠিন কিছু হবে না। আগামী পয়লা ফেব্রুয়ারি গাংনীতে হাজার হাজার মানুষের সমাবেশ হবে। সেই সমাবেশ ঠিক করে দিবে মেহেরপুর জেলার দায়িত্ব কারা পাবেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, জনগণের সাথে আছি এবং ছিলাম। জনগণই আমাদের শেষ ভরসা। আমরা জনগণের ওপরে ভরসা রাখতে চায়। গতকাল বুধবার বিকেলে গাংনী হাসপাতাল বাজারে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদ্জুামান বাবলুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় মাসুদ অরুন বিগত সময়ের আন্দোলন সংগ্রামের চিত্র তুলে ধরেন বলেন, আমরা ধান লাগাবো আর সেই ধান কেটে নিয়ে যাবে বর্গিরা তা হবে না। যতদিন পর্যন্ত আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এদেশের ক্ষমতায় বসাতে না পারবো ততদিন আমাদের লড়াই সংগ্রাম অব্যহত থাকবে। মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের সমালোচনা করে অগ্নিঝরা বক্তা হিসেবে পরিচিত মাসুদ অরুন বলেন, এই কমিটি শুক্কুরবারের কমিটি। শুক্কুরবার আসলে ছুটি থাকে তাই ঢাকা থেকে আসতে পারেন রাজনীতি করতে। শুক্কুরবার আসলে কোর্ট ছুটি থাকে অ্যাডভোকেট সাহেব রাজনীতি করার সুযোগ পান। শুক্কুরবারের রাজনীতি বন্ধ; শুক্কুরবারের রাজনীতি আর হবে না। শাদা কাগজে কালো অক্ষরের কমিটি পেয়েছেন মাদুলি করে গলায় ঝুলিয়ে রাখেন; এটা আমরা আগেই বলেছিলাম। আমি সভাপতি বা এমপি হতে চাই না। তবে জনগণের অধিকার নিয়ে কাউকে খেলতে দিবো না। আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে নতুন যুদ্ধ শুরু হবে। এ যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তার বক্তৃতায় আমজাদ হোসেন সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই বিশাল জনসমাবেশ প্রমাণ করে আপনারা আমাদেরকে ভালবাসেন। তাই আমাদেরকে বাদ দিয়ে কোন কমিটি করা হলে তা জনগণ মেনে নেবে না। জাতীয়তাবাদী শক্তির পক্ষের সবাইকে নিয়ে কমিটি গঠন করতে হবে। বিপুল সংখ্যক মানুষকে বাদ দিয়ে মনগড়া কোন কমিটি মেহেরপুরের মাটিতে ঠাঁই পাবে না। আগামীদিনের লড়াই সংগ্রামের জন্য তিনিও নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।
অনুষ্ঠানে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মআহবায়ক জাহাঙ্গীর বিশ^াস, জেলা কৃষকদলের আহবায়ক মাহবুবুর রহমান, বিএনপি নেতা সুলেরী আলভী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকিব জাভেদ সেনজির, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মতিয়ার রহমান মোল্লা, সাবেক সহসভাপতি নাসিরউদ্দীন, জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক সাজেদুর রহমান বুলবুলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে একটি মিছিল গাংনী শহর প্রদক্ষিণ করে। দলের ঐক্য ধরে রাখুন, জনগণের প্রত্যাশা অনুযায়ী মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি পুনর্বিবেচনার দাবিতে এ গণমিছিল করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.