শিশুর প্রতি সহিংস আচরণ ও নির্যাতন বন্ধে সকলকে দায়িত্বশীল হতে হবে
চুয়াডাঙ্গায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহে আলোচনাসভা জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার: ‘গড়বে শিশু সোনার দেশ ছড়িয়ে দেবে আলোর দেশ’ এ প্রতিপাদ্য বিষয়টিকে ধারণ করে চুয়াডাঙ্গায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা শিশু একাডেমী প্রাঙ্গনে জেলা প্রশাসনের সহযোগীতায় এ অনুষ্ঠানের আয়োজন করে শিশু একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, শিশুদের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্রের সকল পর্যায়ে আমরা কাজ করছি। ছেলে-মেয়ের বৈষম্য আগের মতো নেই। শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মধ্যে দেশপ্রেম ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে। সরকার শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ও কল্যাণ নিশ্চিত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। শিশুর অধিকারগুলো বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব।তিনি আরও বলেন, প্রতিটি শিশুর বিকাশ নিশ্চিত করা এবং শিশুর প্রতি সহিংস আচরণ ও নির্যাতন বন্ধের ক্ষেত্রে পরিবার ও সমাজের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, কোনো শিশু যেন নির্যাতনের শিকার না হয়, সেদিকে সকলের নজর রাখা প্রয়োজন। সন্তান কোথায় যায়, কী করে, কার সাথে মেলামেশা করে, তা অভিভাবকদের নজরে রাখতে হবে।
চুয়াডাঙ্গা জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ক্রিড়া অফিসার আমানুল্লাহ আহমেদ। পরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় মোট ৪৮ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে কোমলমতি শিশুরা সঙ্গীত পরিবেশন করে।