চুয়াডাঙ্গায় ইউপি নির্বাচনের প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সদর উপজেলার নির্বাচনী প্রার্থীরা অংশ নেন। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘আমরা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আপনারা নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। তাহলে কোনো রুপ সংঘাত হবে না। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। আমি ভাবতে পারছি না, আপনারা ভোট নিয়ে এত শঙ্কিত কেন? সকলের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে আপনারা সকলেই নির্বাচন নিয়ে একটা ভীতির মধ্যে আছেন। আমি আপনাদের একটা কথা স্পষ্ট করে দিই, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। প্রত্যেক ইউনিয়নে পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ব্যাটালিয়ন সদস্য, আনছার, ভিডিপিসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল দল থাকবে। তাই আপনারা কোনো টেনশন না করে ভোটারদের কাছে যান, তাদের মন জয় করে ভোট নেয়ার চেষ্টা করেন।’
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস বলেন, ‘আমরা সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবো। আপনাদের আশংকার কোনো কারন নেই। প্রার্থীরা যদি নিজ নিজ কর্মীদের সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরিতে সহায়তা করেন, তাহলে আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়নের মতো, সদর উপজেলার মাত্র চারটি ইউনিয়নেও আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দেবো। তবে যদি কেউ মনে করেন, প্রকাশ্যে টেবিলে সিল মারবেন বা জোরপূর্বক ভোট গ্রহণ করবেন, তাহলে আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই, আমরা সর্বাত্মক প্রশাসনিক ব্যবস্থা নেবো। এছাড়াও প্রত্যেক ভোট কেন্দ্রে ভোট গণনা করে সেখানেই আপনাদের এজেন্টরা বুঝে নেবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনছার, বিজিবি সকলেই ভোট গ্রহণে সহায়তা প্রদান করবেন।’
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার তারেক আহমমেদ, এনএসআইয়ের উপ-পরিচালক জিএম জামাল সিদ্দিকী, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা।