লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখতে হবে
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার
জিয়াউর রহমান জিয়া: ‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে শিক্ষার্থীদের অবদান রাখতে হবে। জেলার প্রতিটি বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকদের মাঠে খেলাধুলা করাতে হবে। খেলাধুলার মাধ্যমে যেমন জেলার পরিচিতি বাড়বে তেমনি আমরাও গর্ব করে বলতে পারবো। ফুটবলে যেসব দেশ অংশগ্রহণ করে আমার সেই দেশের প্রধানমন্ত্রীর নাম বলতে না পারলেও খেলোয়ারদের নাম ঠিকই বলতে পারি। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র খেলাধুলার জন্য। তোমরা আজ যারা এ বিদ্যালয়ের শিক্ষার্থী; সুনাগরিক হয়ে মাথা উঁচু করে একদিন বলবে আমি সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে গুরুত্ব দিয়ে ছাত্র-ছাত্রীদের হাতে বছরের প্রথম দিনে বই তুলে দিচ্ছে। যাতে করে লেখাপড়া থেকে ছাত্র-ছাত্রীরা পিছিয়ে না পড়ে। আমার পাশে বসা এ বিদ্যালয়ের ছাত্র আজ তিনি ঢাকা ডিএমপি ডিবির পুলিশ সুপার। এই বিদ্যালয়ের অনেক ছাত্র আজ ভাল ভাল স্থানে চাকরি করছেন। তোমরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করে স্কুলসহ চুয়াডাঙ্গা জেলার সুনাম বয়ে আনবে।’
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দুদিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় বিদ্যালয় খেলার মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজি মজিবর রহমানে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র জেলা আ.লীগের সাবেক যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, ঢাকা ডিএমপি ডিবির পুলিশ সুপার আকরামুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাবেক সভাপতি হাজি আজিজুল হক, চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের সাবেক দফতর সম্পাদক গোলজার হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আলম আলী, গড়াইটুপি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাজু, বিশিষ্ট ব্যবসায়ী আক্কাচ আলী, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম মিলন, আব্দুল মোমিন, যুগ্ম-সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক জহুরুল আলম জবির, শঙ্করচন্দ্র ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নিলুয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা, মগবুল হোসেন, তেতুল শেখ কলেজের শিক্ষক জহুর রাইহান, আবু তাহের মাস্টার, ইউপি সদস্য রবিউল ইসলাম, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, মহাম্মদজমা ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম শান্তি, আলইহাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজাল হক, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলাম, প্রভাষক আজিজুর রহমান, বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল হালিম মিয়া, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দাদা সদস্য মসলেম উদ্দিন, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও আব্দুর জব্বার। গতকাল ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেল সাড়ে ৪টায় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। আগামী ৫ মার্চ রোববার সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।