গাংনীতে বাইপাস সড়ক নির্মাণ কাজের সরেজমিনে সক্ষমতা যাচাই করলেন এমপি খোকন
গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার তেরাইল, বাদিয়াপাড়া হয়ে রাজাপুর খলিসাকু-ি ব্রিজ পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজামান খোকন বিভিন্ন স্থান ও রাস্তাটির উন্নয়নে সরেজমিনে সক্ষমতা যাচাই করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনীর তেরাইল হতে রাজাপুর সড়কের বিভিন্ন স্থানসমূহ সরেজমিন পরিদর্শন শেষে তিনি বলেন, এ বাইপাস সড়ক নির্মাণ করা হলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে যানজট দূর হবে, দুঘর্টনা কমবে, অল্প সময়ে উৎপাদিত কৃষিপণ্য কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যেতে পারবে ব্যবসায়ীরা। তাছাড়াও রাস্তাটি নির্মাণ করা হলে গাংনী উপজেলার ওই এলাকার কৃষকদের মালামাল বহনে বড় ভূমিকা রাখবে। এলাকার মানুষের জীবন-মান উন্নত হবে। বাইরের ব্যবসায়ীসহ বিভিন্ন মানুষের যাতায়াত বাড়বে একদিকে; অন্যদিকে এলাকার মানুষও খুব অল্পসময়ে বিভিন্ন এলাকায় যেতে পারবে। পরিদর্শনে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন, এলজিইডির মেহেরপুর উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান চৌধুরী, গাংনী উপজেলা কর্মকর্তা গোলাপ শেখ, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, খলিসাকু-ি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, দৌলতপুর থানা যুবলীগের সাবেক সহসভাপতি মোদাচ্ছির হোসেন, মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেমসহ জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংসদ সাহিদুজামান খোকন আরও বলেন, ইতোমধ্যে এ রাস্তাটির সক্ষমতা যাচাই ও পরিমাপের কাজ সম্পর্ণ হয়েছে। মোট ১৪.২ কিলোমিটারের এ রাস্তাটির কাজ খুব দ্রুতই টেন্ডার প্রক্রিয়া শেষে শুরু হবে।
পূর্ববর্তী পোস্ট
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে ঝিনাইদহের যুবকের যাবজ্জীবন
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ