স্টাফ রিপোর্টার:
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চুয়াডাঙ্গায় জেলা যুবলীগের উদ্যোগে যুবসমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৬টায় জেলা যুবলীগের কার্যালয়ে এই যুবসমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাবলুর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথির বলেন, বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা আমাদের দলের মধ্যে ঘাপটি মেরে থেকে ক্ষতি করা চেষ্টায় মেতে উঠেছে। শক্ত হাতে তাদেরকে প্রতিহত করতে হবে। যুবলীগকে আরও সুসংগঠিত হতে হবে। প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে যুবলীগের নেতা-কর্মীদের একত্রিত হয়ে কাজ করতে হবে।’ সমাবেশে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা যুবলীগের সদস্য আজাদ আলী, আলমগীর আজম খোকা, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার মণ্ডল, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা হযরত আলী প্রমুখ। এ সময় আরও বক্তব্য দেন যুবলীগ খালিদ মণ্ডল, ছাত্রলীগ নেতা শাওন রেজা কবীর।
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপুর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবলীগ নেতা প্রিন্স, সালাউদ্দিন, জেহালা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও জেহালা ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান সিলন, যুগ্ম সাধারণ সম্পাদক বকুল হোসেন, নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর, বাড়াদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শরীফ উদ্দিন, মাখালডাঙ্গা ইউনিয়ন যুবলীগ নেতা ফিরোজ, জাকির, গাংনী ইউনিয়ন যুবলীগ নেতা বজলু, চুয়াডাঙ্গা পৌর তিন নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি রানা, সাধারণ সম্পাদক খানজাহান, ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আলিম, সাধারণ সম্পাদক মিঠুন, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আসাদ, সাধারণ সম্পাদক বিপ্লব, জেলা যুবলীগের সদস্য আবুবক্কর সিদ্দিক আরিফ, যুবলীগ নেতা পিরু মিয়া, মাসুদুর রহমান মাসুম, বিপ্লব হোসেন, শেখ শাহি, আল ইমরান শুভ, যুবলীগ নেতা রামিম হাসান সৈকত, সামিউল শেখ সুইট, দিপু বিশ্বাসসহ চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা এবং ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীবৃন্দ।