স্টাফ রিপোর্টার: যশোর-কুষ্টিয়া অঞ্চলের ৭টি জেলার কর্মপরিষদ সদস্যদের নিয়ে লিডারশীপ ওরিয়েন্টেশন ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ আলহেরা মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় লিডারশীপ ওরিয়েন্টেশন ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কসপে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন বলেন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের ৭টি জেলার কর্মপরিষদ সদস্যদের পরিকল্পিতভাবে দায়িত্ব পালন করতে হবে। যশোর-কুষ্টিয়া অঞ্চলের ৭টি জেলার কর্মপরিষদ সদস্যদের নিয়ে অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী পরিচালক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক কুষ্টিয়া জেলা আমীর মুহসীন আলী, সাবেক মাগুরা জেলা আমীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন, মেহেরপুর জেলা আমীর মাওলানা তাজ উদ্দিন খান, চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমীন, মাগুরা জেলা আমীর এ.বি.বাকের, ঝিনাইদহ জেলা আমীর অধ্যাপক আলী আজম আবু বকর, নড়াইল জেলা আমীর এ্যাডভোকেট আতাউর রহমান, যশোর জেলা আমীর গোলাম রসুল, কুষ্টিয়া জেলা অধ্যাপক আবুল হাসেম। জামায়াতের জেলা আমীর রুহুল বলেন, মুখে নয় আমাদের নৈতিকমান বৃদ্ধি করতে হবে। সকল কাজ পরিকল্পনামাফিক করতে হবে।
পূর্ববর্তী পোস্ট
কালীগঞ্জ জেনারেল হাসপাতালে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু’র অভিযোগ
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.