জীবননগর ব্যুরো: যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের বদর উদ্দিন (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বদর উদ্দিন (৬০) সেনেরহুদা গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। এ নিয়ে ওই সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হলো।
প্রসঙ্গত. গত ১৮ জুলাই সকালে যশোরের আরাপপুর এলাকায় ট্রাক, প্রাইভেটকার এবং পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ২জন নিহত হন এবং বেশ কয়েক জন আহত হন। মুমূর্ষু অবস্থান আহতদেরকে উদ্ধার করে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
পূর্ববর্তী পোস্ট
উপসর্গ নিয়ে মৃত্যু বাড়ছে গ্রামে : চার দিনে করোনায় মৃত্যু ৭২৬
এছাড়া, আরও পড়ুনঃ