স্টাফ রিপোর্টার: মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ড্রাগ লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৬ ওষুধ ফার্মেসিকে অর্থদ- ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিনষ্ট করেছে ওষধ প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম। বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গাংনী উপজেলা শহরের হাসপাতাল এলাকা, রাইপুর ও হেমায়েতপুর বাজারে এ অভিযান চালান তিনি। ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক কে এম মহসীনিন মাহবুব বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গাংনী হাসপাতাল বাজার এলাকার মোহনা মেডিকেলের মালিক মহিবুল ইসলামকে ২ হাজার ৫শ টাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় হিমেল ফার্মেসির মালিক নজরুল ইসলামকে ১ হাজার ৫শ টাকা, তুরিন ফার্মেসির মালিক মোস্তফাকে ৫শ টাকা, হেমায়েতপুর বাজারের হেলাল ফার্মেসির মালিক হেলাল উদ্দীনকে ৫ হাজার টাকা, ডাক্তার সামসুল আলম ফার্মেসির মালিক সামসুল আলমকে ১ হাজার টাকা, রাইপুর বাজারের রনি ড্রাগ হাউজের মালিক সমসের আলীকে ১ হাজার টাকা অর্থদ- করা হয়। এসময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক কে এম মহসীনিন মাহবুব ও গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলো।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ