মেহেরপুর অফিস: মেহেরপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ বইতে শুরু করেছে। খুবই উৎসবমুখর পরিবেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরে-১ (সদর ও মুজিবনগর) আসনে ৮জন এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত মেহেরপুর-১ আসনের জন্য বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ, এনটিপি’র তরিকুল ইসলাম, জাকের পার্টির শহিদুল আলম এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের বাবুল জোম মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এদিকে মেহেরপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. আবু সালেহ মো. নাজমুল হক সাগর, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, সাবেক সংসদ সদস্য তৃণমুল বিএনপির আ. গণি, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদুল ইসলাম জুয়েল, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির নুর আহম্মেদ বকুল, জাকের পার্টির সামসুজ্জোহা, জাহাঙ্গীর আলম বাদশা, নুরুল ইসলাম মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
পূর্ববর্তী পোস্ট
ফরহাদ হোসেনকে গণসংবর্ধনা ও মোটরসাইকেল শোভাযাত্রায় মেহেরপুরে বরণ
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.