মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দ্বীনের কার্যক্রম পরিচালনা করেন সিনিয়র শিক্ষক সোহরাব হোসেন। ভারপ্রাপ্ত শিক্ষক ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহেনাজ। তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষার মান উন্নয়নের জন্য যা কিছু করার দরকার সবকিছু করতে হবে। শিক্ষার মান উন্নত করতে হবে, আমার সহযোগিতা সবসময় থাকবে।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী। তিনি বলেন, শিক্ষা জাতির একটি অংশ, শিক্ষা ছাড়া কোন ভালো কিছু করা সম্ভব নয়, একজন শিক্ষক আলোর প্রদীপ যেমন ম্যাচ ছাড়া মোমবাতি জ্বলে না, আলো ছাড়া অন্ধকার, একজন শিক্ষক পারে একজন ছাত্রকে সোনার খনি, হিরার খনি তৈরি করতে। এ সময় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সেকেন্দার আলী, মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, জেলা পেশাজীবী পরিষদের সভাপতি নাজমুল হক লিটন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ। অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মো. শামীম রেজা, মাহমুদা খাতুন চায়না, সাইদুর রহমান রন্টু, নাজমুল হক লিটন, শেফালী খাতুন, মনিরুল ইসলাম, জনি। কয়েকশো অভিভাবকের মধ্যে থেকে কয়েকজন অভিভাবক স্কুলের নানা বিষয়ে ছাত্র-ছাত্রীদের সুযোগ সুবিধা তুলে ধরে।
পূর্ববর্তী পোস্ট
মেহেরপুর জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.