মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আনারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে আশরাফপুর গ্রামে অভিযান চালিয়ে আওয়ামী লীগকে নেতা সাবেক মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. আনারুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মো. আনারুল ইসলামকে তার নিজস্ব ভাটার এলাকা থেকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে আজ বুধবার তাকে আদালতে পাঠানো হবে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.