মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার শোলমারী সীমান্তের ১২৮ নাম্বার ৪ এস মেইন পিলারের কাছে ভারতীয় সীমান্তে এক ব্যক্তির মরদেহ পড়ে ছিলো। গতকাল বুধবার সকালে শোলমারী গ্রামের কৃষকরা সীমান্তের মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি দেখে স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে শোলমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা মরদেহটি শনাক্তের জন্য বিএসএফকে খবর দেয়।
বর্ডার গার্ড বাংলাদেশ চুয়াডাঙ্গা-৬ ব্যাট্যালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান (পিএসসি) জানান, সকালে সীমান্তের ১২৮ নাম্বার পিলার কাছে ভারতীয় সীমান্তের মধ্যে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে। বিষয়টি আমরা বিএসএফকে মৌখিকভাবে জানিয়েছি। তিনি আরও জানান, স্থানীয়রা জানিয়েছেন মারা যাওয়া ব্যক্তি ভারতীয় নাগরিক। কয়েকদিন থেকেই তিনি এ মাঠেই ঘোরাঘুরি করছিলেন। রাতের কোনো এক সময় সে মারা গিয়েছে ভারতীয় অংশে। বিজিবি দুপুরের দিকে বিএসএফকে অনুরোধ জানিয়েছে মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। বিকেল পর্যন্ত মরেদহটি ঘটনাস্থলেই পড়ে আছে। সন্ধ্যার আগে বিজিবির চাপে মরদেহটি বিএসএফ উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বলে স্থানীয় শোলমারী বিজিবিসূত্র জানায়।
পূর্ববর্তী পোস্ট
মেহেরপুর ইসলামনগরে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ
এছাড়া, আরও পড়ুনঃ