মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সভাপতি দিপু সাধারণ সম্পাদক সহিদুল

মেহেরপুর অফিস: মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৯টি পদের মধ্যে দিপু সোহেল পরিষদে সভাপতিসহ ১২টি এবং মিরন-সহিদুল পরিষদে সাধারণ সম্পাদকসহ ৭টি পদে জয়লাভ করেছে। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটদান পর্ব চলে। নির্বাচনে ৭০৬ জন ভোটারের মন জয় করতে ১৯টি পদে দুটি প্যানেলে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৬৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দিপু-সোহেল পরিষদে সভাপতি পদে মনিরুজ্জামান দিপু ৩৬২ ভোট পেয়ে সভাপতি পদে (বাইসাইকেল) পুনঃনির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আবু ইউসুফ মিরন (ছাতা) ২৮০ ভোট পান সাধারণ সম্পাদক পদে সহিদুল ইসলাম (মোটরসাইকেল) ২৯২ ভোট, নিকটতম প্রার্থী সোহেল আহমেদ (হরিণ) ২৩৩ ভোট পান। সিনিয়র সহ-সভাপতি পদে বাবলু রহমান (টেলিভিশন) ৩৭৪ ভোট, নিকটতম প্রার্থী মুস্তাফিজুর রহমান টোটন (গরুর গাড়ি) ২৩৭ ভোট পান। সহ-সভাপতি পদে শাহিন মল্লিক (মই) ৩১১ ভোট, নিকটতম প্রার্থী রায়হান কবীর (দেয়াল ঘড়ি) ২৬৩ ভোট পান। সিনিয়র যুগ্ম-সম্পাদক পদে ইবনে সাদাত তুষার (ফুটবল) ৩৫০ ভোট, নিকটতম প্রার্থী তাজুল ইসলাম (মাছ) ২৩০ ভোট পান। যুগ্ম-সম্পাদক পদে আলমগীর বাদশা শিল্টন (গোলাপ ফুল) ৩২৩ ভোট, নিকটতম প্রার্থী মানিক হোসেন (এরোপ্লেন) ২৯২ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে শাহিনুল ইসলাম শাহীন (তালা চাবি) ৩৪৯ ভোট, নিকটতম প্রার্থী সামসুল আযম লিন্টু (হাতপাখা) ২৫২ ভোট পান। কোষাধক্ষ পদে কামাল হোসেন (খেজুর গাছ) ৩২০ ভোট, নিকটতম প্রার্থী সাইদুজ্জামান রিপন (হারিকেন) ২৮৩ ভোট পান। দপ্তর সম্পাদক পদে আব্দুস সালাম (কুঁড়েঘর) ৩১৬ ভোট, নিকটতম প্রার্থী শফিউল আলম শিল্টু (মোবাইল ফোন) ২৮৩ ভোট পান। প্রচার সম্পাদক পদে সাইদুর রহমান সাঈদ (কবুতর) ৩২৮ ভোট, নিকটতম প্রার্থী এস এ খান শিল্টু (বাস) ২৪৫ ভোট পান। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রকিবুজ্জামান জনি (প্রজাপতি) ৩০১ ভোট, নিকটতম প্রার্থী ইমামুল হক (ডাব) ২৮৭ ভোট পান। ধর্ম বিষয়ক সম্পাদক পদে হারুনুর রশিদ হীরা (মিনার) ২৯৮ ভোট, নিকটতম আব্দুল লতিফ (ফুলদানি) ২৭৬ ভোট পান। সাংস্কৃতিক ও নাট্য সম্পাদক পদে রেমিম (কুলা) ৩৫৭ ভোট, নিকটতম প্রার্থী ইমাদুল ইসলাম (চশমা) ২৪৩ ভোট পান। গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে মাকসুদুর রহমান রুমন (বই) ২৯৯ ভোট, নিকটতম প্রার্থী সাদেকুজ্জামান খাঁন রানা (কাপ পিরিচ) ২৯০ ভোট পান। এছাড়াও নির্বাহী সদস্য পদে মিজানুর রহমান মিল্টন (সিলিং ফ্যান) ৩৪৪, ওবায়ুল ইসলাম ভোটন (টিউবয়েল) ২৯৬, জয়নাল আবেদিন (হাঁস) ২৮৯ ভোট, হামিদুল ইসলাম (বালতি) ৩২৮ ভোট ও আব্দুল জাব্বার (ঘোড়া) ৩৪০ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More