মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ভবন নির্মাণের স্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পত্নি সৈয়দা মোনালিসা ইসলাম
মেহেরপুর অফিস: মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির সহধর্মিনী ও মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মেহেরপুর শহরের চক্কপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত জমি পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর শহর সমাজসেবা সমš^য় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
একই দিন দুপুরের দিকে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র সহধর্মীনি সৈয়দা মোনালিসা ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ও পিপি পল্লব ভট্টাচার্য। সাংবাদিক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, জেলা আনসার কমান্ডেন্ট রাকিবুল ইসলাম, মেহেরপুর শহর সমাজসেবা সমš^য় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসি কুমার পাল, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ প্রমুখ উপস্থিত ছিলেন।