মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভা নির্বাচনে আবারো নৌকার মাঝি হলেন মেহেরপুর পৌরসভার বর্তমান মেয়র ও মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। শুক্রবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস থেকে নৌকার মাঝি হিসেবে মাহফুজুর রহমান রিটনের হাতে নৌকা প্রতীক তুলে দেয়া হয়। এদিন রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা থেকে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, ১৫ জুন অনুষ্ঠিতব্য মেহেরপুর পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হতে বর্তমান মেয়র মাহফুজুর রহমান রিটনসহ মোট ১১ জন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন। এদিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ বাবলু বিশ^াস, আমঝুপি ইউনিয়নের নির্বাচনে সদর থানা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ চুন্নু, নবগঠিত বারাদী ইউনিয়নের চেয়ারম্যান পদে সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন ও শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ^াস নৌকা প্রতীক পেয়েছেন। আগামী ১৫ জুন এসব ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
পূর্ববর্তী পোস্ট
বাংলাদেশ কখনও শ্রীলঙ্কা পাকিস্তান কিংবা আফগানিস্তান হবে না : কাদের
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ