মেহেরপুর অফিস: অবশেষে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটনের হস্তক্ষেপে মেহেরপুর পৌরসভার কালাচাঁদপুর জেয়ালা খালের বাঁধ কেটে পানি অপসারণ শুরু করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন জেয়ালা খালে উপস্থিত হয়ে বাঁধ কেটে পানি অপসারণ উদ্বোধন করেন।
ভূক্তভোগীদের অভিযোগ কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি জেয়ালা খালে বাঁধ দিয়ে মাছ চাষ করতে থাকে। এতে কালাচাঁদপুর ও উজুলপুর গ্রামের মাঠের কয়েক শ’ একর জমি চাষাবাদে বিঘœ ঘটতে থাকে। ওইসব বাঁধ অপসারণের দাবি করে আসছিলেন এলাকার কৃষক ও সাধারণ মানুষ। অবশেষে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন বাঁধ অপসারণের উদ্যোগ নেন এবং এদিন তিনি জেয়ালা খালের বাঁধ কেটে পানি অপসারণ উদ্বোধন করেন। এ সময় এলাকার কৃষকরা আনন্দ প্রকাশ করেন।
উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, শাকিল রাব্বি ইভান, নূরুল আশরাফ রাজিব, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।