মেহেরপুর অফিস: মেহেরপুর সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর নামক স্থান থেকে ওই ফেনসিডিল উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান জানান, গোপন সূত্রে খবর পেয়ে তার নির্দেশে মেহেরপুর সদর থানার এসআই ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশ মেহেরপুর-মুজিবনগর সড়কে সদর উপজেলার বন্দর গ্রামের মোড় এলাকায় অবস্থান নেয়। রাত ১০টার দিকে মুজিবনগর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বন্দর মোড় এলাকায় পৌছুলে বাসটি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বক্সের মধ্যে থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তল্লাশির খবর জানতে পেরে ফেনসিডিলের মালিক পালিয়ে যায়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।