মেহেরপুর নতুন ৭ জন করোনায় আক্রান্ত
মেহেরপুর অফিস: মেহেরপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গতকাল সোমবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে আসা ১৫টি ফলাফলের মধ্যে ৭ জনের ফলাফল পজেটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে মেহেরপুর সদরের ৬জন ও মুজিবনগর উপজেলার ১ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ২৩ জন। এর মধ্যে সদর উপজেলায় ১৭, গাংনী উপজেলায় ২ ও মুজিবনগর উপজেলায় ৪ জন রয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮২৮ জন ও মৃত্যু হয়েছে ২০ জনের। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন। সবাইকে সামাজিক দূরত্ব মেনে, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখাসহ মাস্ক ব্যবহার, জনসমাগম এড়িয়ে চলা এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলার আহবান জানিয়েছেন সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন।