বারাদী প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে মসজিদ নির্মাণ কেন্দ্র করে গ্রামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বাদ এশা মসজিদ প্রাঙ্গণে তারাবি নামাজ শেষে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জানা যায়, নতুন দরবেশপুর গ্রামের পুরাতন মসজিদের স্থানে নতুন মসজিদ তৈরির দাবি এক পক্ষের এবং পার্শ্ববর্তী আলাদা জায়গায় নতুন মসজিদ তৈরির দাবি অন্য পক্ষের এই নিয়ে দুই গ্রুপের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। নতুন মসজিদ নির্মাণের জন্য খন্দকার গোষ্ঠীর নিকট থেকে ১৫ লাখ টাকা এবং চাষী গোষ্ঠীর নিকট থেকে ১৫ লক্ষ টাকা আদায়ের তালিকা তৈরি করা হয়। সেই লক্ষে নতুন মসজিদের জন্য তারা টাকা আদায় শুরু করে। নতুন মসজিদ নির্মাণের জন্য শুক্রবার এক গাড়ি ইট আনা হয় এবং পুরাতন মসজিদের পার্শ্ববর্তী জায়গায় মসজিদ নির্মাণের জন্য সেই ইট রাখা হয়। সেখান থেকেই শুরু হয় বিরোধিতা এবং তারই রেশ ধরে এশার নামাজ শেষে দুই গ্রুপের মাঝে শুরু হয় বাকবিতণ্ডা এবং তারই রেশ ধরে ঘটনাটি রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপে বেশ কয়েক জন রক্তাক্ত জখম হন। খবর পেয়ে তাৎক্ষনিক মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খান চার গাড়ি পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতেও দফায় দফায় সংঘর্ষ বাধায় তাদেরকে ছত্রভঙ্গ করে দেন থানা পুলিশ । এবং সেখান থেকে হঠকারিতা সৃষ্টিকারী ১০ জনকে আটক করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই গ্রুপের মাঝে উত্তেজনা বিরাজ করছিলো।
এছাড়া, আরও পড়ুনঃ