মেহেরপুর অফিস: মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ৬ গ্রাম হেরোইনসহ সাইফুল ইসলাম (৪০) ও কামরুজ্জামান (৩০) নামের দুজন মাদকব্যবসায়ীক আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকা থেকে দুজনকে আটক করা হয়। মেহেরপুর সদর থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার এসআই জুম্মান খানের নেতৃত্বে এএসআই ইব্রাহিম বিশ্বাস ও এএসআই মোহাম্মদ মাহবুব সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। আটক সাইফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকার মানারুল ইসলামের ছেলে এবং কামরুজ্জামান হোটেল বাজার এলাকার মৃত আব্দুল মুমিন শেখের ছেলে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও সাইফুল ইসলামের নামে পূর্বের আরও আটটি মামলা রয়েছে বলে মেহেরপুর সদর থানা পুলিশ জানিয়েছেন।