মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গাংনী উপজেলার তেরাইল গ্রাম থেকে ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন গাংনী উপজেলার ওলিনগর গ্রামের সুলতান আলীর ছেলে শাহেদ আলী (৩০) ও মেহেরপুর জেলা শহরের বাসস্ট্যান্ডপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে হিরোক আলী (৪০)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেরাইল গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মেহেরপুর ডিবির এসআই হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ডিবির এসআই মো. রুবেল আহমেদ, এএসআই (নি:) মো: আহসান হাবীব।