মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ হয়ে দেশে ফিরে আসুক এ কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার রাত ৭টায় মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান ও যুগ্ম-আহ্বায়ক আমিরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মাদ, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন, মেহেরপুর জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছা-উল-হক, সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান হাফি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মীর ফারুক, সাবেক সহ-সভাপতি ওমর ফারুক লিটন, মেহেরপুর জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও জেলা ও দায়রা জজ কোর্টের বিজ্ঞ পিপি আবু সালেহ মোহাম্মদ নাসিম, সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, সাবেক পৌর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুল হক লাভলু, সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপ্নন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামসুর রহমান খোকন, সাবেক সভাপতি মোস্তাকিম হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মীর আলমগীর ইকবাল আলম, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফিরোজুর রহমান, জেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স, মেহেরপুর জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, আব্দুল লতিফ, মোশিউল আলম দিপু, নাহিদ আহম্মেদ, ইসমাইল শাহ, দবির, ইমন বিশ্বাস,জনি সহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.