মেহেরপুর অফিস: কেন্দ্রীয় নির্দেশনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে করোনা ভাইরাসের ফলে মেহেরপুরে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা বিএনপি’র উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার বারাদী, কলাইডাঙ্গা, মোমিনপুর, পাটাপোকা, বর্শিবাড়িয়া, পাটকেলপোতা ও হাসনাবাদ গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন কর্মহীন অসহায় মানুষের মাঝে ওই খাদ্য সামগ্রী তুলে দেন।
এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট
জীবননগরে কলেজছাত্রীসহ ৩ সাংবাদিকের ৫ লাখ টাকার অর্থ বাণিজ্য!
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ