মেহেরপুর জেলা বিএনপির অসুস্থ প্রবীণ নেতাদের দেখতে গেলেন কামরুল
মেহেরপুর অফিস: মেহেরপুরে প্রবীণ অসুস্থ নেতাকর্মীদের দেখতে গেলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসানসহ নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে মেহেরপুর সদর উপজেলা আমঝুপি, আলমপুর, বেলতলাপাড়া ও মদনাডাঙ্গা গ্রামের অসুস্থ প্রবীণ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে শরীরের খোঁজ খবর নেন ও তাদের সুস্বাস্থ্যতা কামনা করেন। এ সময় জেলা বিএনপির সাবেক নেতাকর্মীদের সাথে উঠোন বৈঠকে অংশ গ্রহণ করেন। বিএনপির অসুস্থ নেতাদের বাসায় গিয়ে তাদের শরীরের সুস্থতা কামনা করেন ও পরিবারের সাথে চা-চক্রে অংশগ্রহণ করেন। চা-চক্রে অংশগ্রহণের মাঝখানে জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান বলেন, আমি আপনাদের দোয়া চাই, আপনারা আমার মুরুব্বি পিতা তুললো, আমাকে দোয়া করবেন, আমার সাথে থেকে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেন, আনছা-উল হক, সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ, যুগ্ম সম্পাদক মো. মিজান মেলনসহ প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.