মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের আসাদুল সড়ক দুর্ঘটনায় নিহত

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার গোপনীয় শাখার সহকারী এএসএম আসাদুল ইসলাম জিকো (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ হোসেনের ছেলে এবং জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন। রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত শনিবার সন্ধ্যার দিকে মুজিবনগর থেকে মোটরসাইকেলযোগে তার অপর সহকর্মীর সাথে মেহেরপুর ফেরার সময় কেদারগঞ্জ মোড়ে একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখান থেকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও পরে ঢাকার বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে নেয়া হয়। দুইদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত রোববার দিনগত রাতে মারা যান। সড়ক দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালককে আটক ও পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নেয় মুজিবনগর থানা পুলিশ। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলাও হয়েছে। গাঁড়াডোব ইউপির সাবেক চেয়ারম্যানে আখেরুজ্জামান জানান, আসাদুল ইসলাম জিকোর বাবা-মা মারা যাবার পর গাঁড়াডোব গ্রামে তার শ্বশুর নজরুল ইসলামের বাড়িতেই থাকতেন তিনি।
এদিকে জিকোর মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দিচ্ছেন তার সহকর্মীরা। তারা লিখেছেন, চাকরি জীবনে অফিসিয়াল কাজে কর্মে তার আচার আচরণে অত্যন্ত ভালো ছিলো। আমাদের সাথে সবসময় হাসি মুখে উত্তম আচরণ করতেন তিনি। এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত এএসএম আসাদুল ইসলাম জিকোর মৃত্যুতে শোক জানিয়েছেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More