মেহেরপুর অফিস: সাবেক যুবদল নেতা বখতিয়ার হোসেনের উদ্যোগে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটার সময় মেহেরপুর কলেজ মোড়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতু, মেহেরপুর জেলা জাসাসের সভাপতি বাকা বিল্লাহ, যুবদল নেতা মশিউর আলম দিপু, সাবেক যুবদল নেতা বখতিয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজবুল হোসেন জনি, বিএনপি নেতা তারিকুল ইসলাম, সৌরভ হোসেনসহ শ্রমিক দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.