মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর ভিআইপি ত্রিমোনী মোড় এলাকার চোর-ডাকাত ও ছিনতাইকারীদের গডফাদার আকালী (৪২) পুলিশের হাতে আটক হয়ে বর্তমানে জেলহাজতে অবস্থান করছে। তার আটকের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তির বাতাস বইছে। আকালী আমদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আশরাফপুর গ্রামের ত্রিমোনী মোড় এলাকার মৃত শহিদের বড় ছেলে।
স্থানীয়দের দেয়া তথ্য মতে, আকালী এলাকার চুরি-ছিনতাই ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের হোতা। চোর-ডাকাতের থালিদার আকালীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। এলাকার অধিকাংশ চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের সাথে তিনি জড়িত। কিন্তু জিরো থেকে হিরো হওয়া আকালীর অপকর্মের প্রতিবাদ কেউ করতে সাহস পায় না। আলাকী সম্প্রতি লাখ লাখ টাকা আশরাফপুর গ্রামে সুদে ব্যবসা করছে।
সম্প্রতি একটি ছিনতাই ঘটনার সাথে জড়িয়ে পড়ায় গাংনী থানা পুলিশ তাকে আটক করে। গত রোববার রাতে গাংনী থানা পুলিশ তাকে আটক করে থানায় নেয় এবং জিজ্ঞাসাবাদ শেষে গতকাল সোমবার সকালে তাকে আদালতে উপস্থাপন করলে আদালত তাকে জেলহাজতে পাঠাবার নির্দেশ দেন। গাংনী থানা পুলিশের এসআই নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে আকালী পুলিশকে অনেক তথ্য দিয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ