মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ বোতল ফেন্সিডিলসহ হাসিবুল ইসলাম ওরফে বাবু (৩৯)নামের ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক হাসিবুল ইসলাম হাড়াভাঙ্গা গ্রামের নাজির হোসেনের ছেলে। এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এস আই অজয় কুমার কুন্ডু।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম আটক আসামী হাসিবুল ইসলাম ওরফে বাবুর বাড়িতে অভিযান চালানো হয়। পরে বাবুর কাছ থেকে বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। বাবুর বিরুদ্ধে গাংনী থানায় একটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
এছাড়া, আরও পড়ুনঃ