মেহেরপুর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে স্ত্রীর মৃত্যুর একদিনের ব্যবধানে স্বামীর মৃত্যু হয়েছে। মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের জুবান শেখের ছেলে গফুর শেখ করোনায় আক্রান্ত। তার স্ত্রী আয়েশা খাতুন হার্টের সমস্যা জনিত কারণে প্রায় এক সপ্তাহ পূর্বে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন।
জানা গেছে, গত পরশু শনিবার ভোরের দিকে স্ত্রী আয়েশা খাতুন মৃত্যুবরণ করেন। স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনলেও করোনা আক্রান্ত রোগী হওয়ায় গফুর শেখ তার স্ত্রী আয়েশা খাতুনকে শেষ দেখাটা দেখতে পারেননি। তবে তিনি বলেছিলেন ‘আয়েশা তুমি যাও; আমি আসছি’। স্ত্রী আয়েশা খাতুনের মৃত্যুর ঠিক একদিন পরই স্বামী আব্দুল গফুর শেখ মৃত্যুবরণ করেন। এ ঘটনায় মুজিবনগর উপজেলার মহাজনপুরে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
উল্লেখ্য, এর আগে গত ২০ জুন মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙা গ্রামের মাবিয়া খাতুন মারা যাওয়ার ২৪ ঘণ্টা পর তার স্বামী বীর মুক্তিযোদ্ধা মর্তুজা আলী মৃত্যুবরণ করেন।