মেহেরপুর অফিস: মেহেরপুরে হেরোইন সেবনের দায়ে মো. খোকা শেখ নামের এক ব্যক্তির ১৫ দিনের বিনাশ্রম কারাদ- ও ২শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সাজাপ্রাপ্ত খোকা শেখ মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। খোকা শেখ মাদক (হেরোইন) সেবন করার কথা স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ৫ ধারাই তাকে ১৫ দিনের কারাদন্ড ও ২শ’ টাকা অর্থদ- দেয়া হয়। এর আগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবুল হাশেমের নেতৃত্বে এসআই মামুনসহ সংগ্রহ ফোর্স নিয়ে শহরের কোটপাড়া এলাকা থেকে মাদক সেবন করার সময় খোকা শেখকে আটক করে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ