মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ সোহাগ ভুইমালি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর বুড়িপোতা সড়কের মাঝামাঝি স্থান থেকে সোহাগ ভুইমালিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুই গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোহাগ ভুইমালি মেহেরপুর শহরের মালোপাড়ার রাম ভুইমালির ছেলে।
জানা গেছে, গোপনসূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মেহেরপুর সদর উপজেলা যাদবপুর বুড়িপোতার মাঝামাঝি ইটভাটার কাছে ওৎপেতে থাকেন। এ সময় সোহাগ ও তার সহযোগী হৃদয় বাঁশফোড় একটি মোটরসাইকেল যোগে মেহেরপুরের দিকে আসার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। পরে মোটরসাইকেলসহ সোহাগ ভুইমালিকে আটক করা হয়। হৃদয় বাঁশফোড় পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় সোহাগ ভুইমালির নিকট থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।