মেহেরপুর অফিস: মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ওই দুর্ঘটনা ঘটে। স্কুলছাত্র তানভীর মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের সৌদি প্রবাসী মফিজুল ইসলামের ছেলে। সে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলো।
জানা যায়, গত সোমবার দুপুরে মোটরসাইকেলযোগে মেহেরপুর সদর উপজেলার বারাদি থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয় তানভীর। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ওইদিন বিকেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যারাতে তার মৃত্যু হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, তানভীরের বাবা-মা দু’জনই সৌদিপ্রবাসী। বাবা-মা উপস্থিত না থাকায় তানভীরের দাফন কাজ স্থগিত রাখা হয়েছে। বাবা-মা এলেই তার দাফন কাজ সম্পন্ন করা হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে।