মেহেরপুরে সহিংসতা নিরসন ও সম্প্রীতি শীর্ষক মতবিনিময়সভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: মেহেরপুরে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের এফসিডিও’র উদ্যোগে মেহেরপুরে সহিংসতা নিরসন ও সম্প্রীতি শীর্ষক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়সভায় মেহেরপুর জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক এবং পিএফজির পিস অ্যাম্বাসেডর মাওলানা সিরাজ উদ্দিন উপস্থিত ছিলেন। মতবিনিময়সভায় পিএফজির সমন্বয়কারী মুজাহিদ আল মুন্নার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং পিএফজির পিস অ্যাম্বাসেডর আজমল হোসেন মিন্টু, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এবং পিস অ্যাম্বাসেডর সাইয়েদাতুন্নেছা নয়ন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সচিব এরশাদ আলী, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইস্কান্দার মাহমুদ ইকবাল, স্থানীয় রাজনৈতিক নেতা আব্দুল কুদ্দুস, আনোয়ারুল মোল্লা প্রমুখ সেখানে বক্তব্য রাখেন। মতবিনিময়সভায় বক্তারা সহিংসতা পরিহার করে সংলাপ ও সম্প্রীতির মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান। যুব সমাজকে মানবতা ও ভালোবাসার চর্চায় উৎসাহিত করার ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান। এছাড়াও রাজনৈতিক সহনশীলতা এবং ধর্মীয় মূল্যবোধ অনুসরণের প্রয়োজনীয়তা উঠে আসে মতবিনিময় সভায়। মতবিনিময়সভায় সমাপনী বক্তব্যে মাওলানা সিরাজ উদ্দিন বলেন সহিংসতার মূল কারণ দুনিয়ার লোভ এবং মোহ। সম্প্রীতির চর্চায় পাড়ে আমাদের শান্তি ফিরিয়ে আনতে হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More