মেহেরপুর অফিস: ২০২৪ অর্থবছরের যাকাত প্রদানের নিমিত্তে স্থায়ীভাবে বাছাইকৃত যাকাত গ্রহীতাদের মধ্যে বিতরণের জন্য যাকাতের অর্থ কর্মহীন দুস্থ ও অসহায়দের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের সরকারি ফান্ড যাকাতের এ বছর ৩২ জনকে ৬ হাজার টাকা মোট ১ লক্ষ ৯২ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ২৫ মার্চ সকাল ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি যাকাত ফান্ড হতে যাকাতের চেক বিতরণ করা হয়। সরকারি যাকাত ফান্ড হতে যাকাতের চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. একেএম আবু সাঈদ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এজেএম সিরাজুম মূনীর, জেলা সমাজসেবা (রেজি.) অফিসার কাজী আবুল মনসুর, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনিসুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনে ফিল্ড সুপারভাইজার তাওহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.