মেহেরপুরে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হলেও চুয়াডাঙ্গায় পুলিশের বাধা
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জেলা বিএনপি বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। মেহেরপুরে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হলেও চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় প- হয়ে যায়। পরে নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় বক্তারা বলেন, ঢাকা, নারায়নগঞ্জ, ব্রহ্মনবাড়িয়া, চট্টগ্রামসহ সারাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ বাহিনী স্বাধীনতা দিবসে ধর্মপ্রাণ মানুষের উপর নির্বাচারে গুলিবর্ষণ করে হত্যা করার প্রতিবাদ করে এর বিচার করার জন্য ঐবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। বক্তারা আরও বলেন, সরকার মানুষের ভোটের অধিকার হরণ করে ক্ষমতা কুক্ষিগত করতে ছাত্র যুব-জনতাকে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নৃশংসভাবে হত্যা করেছে। মানুষের অধিকার ফিরিয়ে আনতে হলে অবৈধ সরকারের পতনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
চুয়াডাঙ্গায় মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশি বাধায় প- হয়ে যায়। পরে কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম রতন, বিএনপি নেতা মুজিবুল হক মালিক মজু, রেজাউল করিম মুকুট, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিম, সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সহ-সভাপতি তৌফিকুজ্জামান তৌফিক, যুগ্ম-সম্পাদক হাজি রবিউল মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমএ তালহা, সহসভাপতি আহসান হাবিব মুক্তি, যুগ্ম-সম্পাদক আরিফুর রহমান রিবন, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জুয়েল মাহমুদ, সাজিদ হাসান মালিক সজিব, সংগঠনিক সম্পাদক আহসান হাবিব মামুন প্রমুখ। এদিকে সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন ছিলো।
মেহেরপুর অফিস জানিয়েছে, ফ্যাসিস্ট সরকার কর্তৃক নৃশংসভাবে মানুষ হত্যা, হামলা-মামলা, নারকীয় তা-ব এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণের প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয়ের সম্মুখ সড়কে ওই বিক্ষোভ সমাবেশ করে। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাসুদ অরুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সহ-সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।